বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী আফগানিস্তানে “সবচেয়ে বড় বোমা” নিক্ষেপ করেছে। খবর বিবিসি।
৩০ ফুটের বেশি লম্বা এই বোমার ওজন ৯ হাজার ৭৯৭ কেজি। ‘মাদার অফ অল বম্বস’ নামে পরিচিত এই বোমাটির ২০০৩ সালে প্রথম পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানো হলেও এর আগে কোনো যুদ্ধে এটি ব্যবহৃত হয়নি।
পেন্টাগনের সূত্র দিয়ে বিবিসি তাদের সংবাদে জানিয়েছে পরমাণু বোমার বাইরে এটি সবচেয়ে বড় বোমা যা ফেলা হয়েছে ইসলামিক স্টেটের আস্তানায়। পাকিস্তান সীমান্তবর্তী নানগড়হর প্রদেশে আস্তানাটি।
এ বোমা হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
কাজী নজরুলের কবিতা যেভাবে এসেছে বৈশাখ