আওয়ার ইসলাম: গতকাল রাতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আব্দুল হালিম সরকার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সিরাজগঞ্জের কামারখন্দে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন র্যাবের দুই সদস্য।
র্যাবের দাবি অনুসারে এই ব্যক্তি 'ডাকাত' এবং 'শীর্ষ সন্ত্রাসী'।
মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার চক শাহবাজপুর উত্তরপাড়া ঝাঐল ওভারব্রিজ এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত আব্দুল হালিম কামারখন্দ উপজেলার পাঁচবাড়ীয়া গ্রামের মৃত কামাল সরকারের ছেলে।
র্যাব-১২ স্পেশাল কোম্পানি সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজর সাফায়াত আহম্মদ সুমন ( পিএসসি) জানান, মঙ্গলবার গভীর রাতে ঝাঐল ওভারব্রিজ এলাকায় সংঘবদ্ধ একদল সন্ত্রাসী ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে র্যাব সেখানে অভিযান চালায়।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ওই সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে। র্যাবও পাল্টা গুলি ছুড়লে উভয়পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গুলি বিনিময় হয়।
এসএস