দেশে আত্মহত্যার ঘটনা দিনদিন বাড়ছেই। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার (বিএসইএইচআর) সম্প্রতিক এক জরিপে গত জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ এই তিন মাসে ১১৩ জন নারী, পুরুষ ও শিশু আত্মহত্যা করেছে। এদের মধ্যে নারী ৭২ জন, পুরুষ ২৮ জন ও শিশু ১৩ জন। আত্মহত্যার ঘটনা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এরপর খুলনা বিভাগ। সর্বনিম্ন সিলেট বিভাগে।
এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিএসইএইচআরের চেয়ারম্যান অ্যাডভোকেট সিগমা হুদা বলেন, ‘আত্মহত্যাও একটি সামাজিক ব্যাধি, অবিলম্বে এ ব্যাধির প্রতিকার করতে হবে।
তিনি বলেন, ‘দিনদিন দেশে বেড়েই চলছে আত্মহত্যার ঘটনা। নারী-পুরুষের পাশাপাশি সাম্প্রতিক সময়ে শিশু আত্মহত্যার ঘটনাগুলো বেশ উদ্বেগজনক। পারিবারিক কলহ, মান-অভিমান, জেদ, পরকীয়া, রাগ প্রভৃতি কারণে আত্মহত্যার ঘটনাগুলো ঘটছে। ’
বিএসইএইচআরের কমিউনিকেশন অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার ফাতেমা ইয়াসমিন জানান, দেশে নারী ও শিশু বান্ধব কঠিন আইন থাকা সত্ত্বেও তার প্রয়োগ যথাযথভাবে না হওয়াই দিন দিন নারী ও শিশু নির্যাতনের মাত্রা বেড়েই চলছে। পরিবার থেকে সমাজের প্রতিটি পর্যায়ে নির্যাতিত হচ্ছে নারী ও শিশুরা। পারিবারিক, সামাজিক কলহে নারী, শিশু নির্যাতন ও হত্যার ঘটনা বেড়ে গেছে।
সংস্থাটির ওই পর্যবেক্ষণে বলা হয়, শুধু মার্চ মাসেই ২৩১ জন নারী, শিশু নির্যাতন ও হত্যার শিকার হয়েছে।
আরআর