জুমার খুতবায় মসজিদের ইমামদের জঙ্গিবাদের বিরুদ্ধে বক্তব্য দেয়ার আহবান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খাঁন কামাল।
বুধবার সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, খুৎবার ইমামরা যে বয়ান করেন- সেখানে তারা জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলবেন।
“কিছুদিন আগে ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলনে মক্কা ও মদিনা থেকে আলেমরা এসেছিলেন। তারাও বলেছেন, জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরব বাংলাদেশের পক্ষে থাকবে।”
এছাড়া আইন প্রয়োগকারী সংস্থা ফেইসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নিয়মিত নজরদারি রাখছে বলেও জানান তিনি।
জঙ্গি অপরাধ বিষয়ক মামলাগুলোর বিষয়ে তিনি বলেন, “জঙ্গি অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট অনেকগুলো মামলা পেন্ডিং অবস্থায় আছে। মামলাগুলো দ্রুত নিষ্পত্তির বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।”
মুফতি হান্নানসহ ৩ জঙ্গির ফাঁসি কার্যকর