টিম আওয়ার ইসলাম: গণভবনের কওমি স্বীকৃতির আনুষ্ঠানিক ঘোষণার অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস। তিনি বলেন, কওমি মাদরাসার দাওরার সনদকে এমএর মান দেয়া। অন্যান্য ক্লাসগুলোর ব্যাপারে আমরা সিদদ্ধান্ত নেইনি। পরে এই সিদ্ধান্ত বেন ইনশাল্লাহ।
আমরা মানণীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আল্লামা আহমদ শফী ও ওলামায়ে কেরামের শুকরিয়া আদায় করছি।
মাওলানা আবদুল কুদ্দুস বলেন, আমি দুটি দাবি জানাচ্ছি। এখানে যে ঘোষণা হবে তা আইনে পরিণত করার জন্য মন্ত্রী পরিষদের বৈঠকে আলোচনা করে এবং জাতীয় সংসদের বিষয়টি উত্থাপন করে সিদ্ধান্ত নেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
সুপ্রিম কোর্টের সামনে মূর্তি স্থাপন করা হয়েছে এটা মুসলমানদের মাথার ব্যাথা।িএটা সরানোর জন্য অনুরোধ জানাচ্ছি। মঙ্গলশোভা যাত্রা বন্ধ করার জন্য আহ্বান জানাচ্ছি। সারাদেশে ্আলেমদের নামে বিভিন্ন মামলা মোকাদ্দমা হচ্ছে তা যেন বাতিল করা হয় সেজন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।
আল্লাহ পাক সবাইকে কবুল করুন।
অনুষ্ঠান লাইফ দেখুন https://www.facebook.com/our24/