একেই বলে মহান মানুষ। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থেকেও নিজের পরিবারকে সময় দেয়া, শিক্ষা দেয়ার বিষয়গুলোও তারা ভুলেন না।
সম্প্রতি সামাজিক নেটওয়ার্কে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান ও তার নাতির একটি ছবি প্রকাশ হয়েছে। ছবিতে দেখা গিয়েছে তুরস্কের প্রেসিডেন্টে এরদোগান তার নাতিকে কুরআন শিক্ষা দিচ্ছেন। প্রকাশিত ওই ছবিটি নিয়ে মিডিয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। খবর ইকনা
তুরস্কের ‘ইনি শাফাক’ নামের একটি প্রত্রিকা সেদেশের প্রেসিডেন্টে এরদোগান এবং তার নাতি আহমাদ অাকিফ অাল বাইরাকের একটি ছবি প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে নাতি আল বাইরাক কুরআনে গভীর মনযোগী হয়ে আছে এবং এরদোগান তাকে কুরআন শেখাচ্ছেন।
তুরস্ক সংবিধান গণভোটের প্রাক্কালে এই ছবিটি প্রকাশ হওয়ার কারণে সেদেশের ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মানুষের অফুরন্ত আবেগ ও ভালোবাসার পেয়েছেন নিমেষেই।
সংবাদপত্রটি দাবী করেছে এরদোগানের শত ব্যস্ততা থাকার পরও তার নাতিকে কুরআন শিক্ষা দিতে ভুলেন না।
উল্লেখ্য আহমাদ অাকিফ অাল বাইরাক হচ্ছেন এরদোগানের নাতি এবং তার বাবা ব্রাট অাল বাইরাক হচ্ছেন তুরস্কের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী।
উল্লেখ্য, প্রসিদ্ধ কারীদের মতো কুরআন তেলাওয়াত করতে পারেন এরদোগান, শুনুন তার কণ্ঠে সুমধুর কুরআন তেলাওয়াত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে নগ্ন প্রতিবাদ
কওমি স্বীকৃতি ও মঙ্গল শোভাযাত্রা