জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে চলতি মাসেই একটি ইসলামি জোট গঠন হবে বলে জানিয়েছেন তিনি। এরশাদ বলেন, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ৩০-৪০টি দল নিয়ে নতুন জোট গঠন করা হবে।
আজ সোমবার নরসিংদী জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন এরশাদ।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ৩০ থেকে ৪০টি রাজনৈতিক দল আমার সঙ্গে যোগাযোগ করেছে। আশা করছি এ মাসের (এপ্রিল) মধ্যেই নতুন জোটের ঘোষণা দিতে পারব।’
এরশাদ বলেন, ‘আমরা শক্তি সঞ্চয় করছি, দেখাতে চাচ্ছি জনগণ আমাদের সঙ্গে আছে, আমাদের শক্তি আছে। দেশ চালানোর মতো আমার যোগ্যতা আছে। আমি অনেক বছর ক্ষমতায় নেই। তারপরও এই দেশের মানুষ আমাকে অনেক ভালোবাসে।’
নরসিংদী পৌর ঈদগাহ ময়দানে আয়োজিত এ সম্মেলনে দেশবাসীর কাছে আহ্বান জানিয়ে এরশাদ বলেন, ‘হয়তো এটিই আমার শেষ নির্বাচন, আমাকে আরেকবার সুযোগ দিন। ক্ষমতায় গেলে আমি একটি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলব।’ এ সময় আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা দেন তিনি।
এরশাদের জোটে যাচ্ছে ইসলামী ফ্রন্ট