ইমদাদ ফয়েজী, সিলেট: ওসমানীনগর উপজেলার ১৯ মাইল কলারাই বাজারে স্থানীয় জনগন চালের মূল্য কমানোর দাবীতে আজ বিকেল ৫.৩০ মিনিটে স্থানীয় মহাসড়ক অবরোধ করে রাখে।
অবরোধকারীরা, 'আমাদের দাবী- মানতে হবে মানতে হবে', 'চালের দাম- কমাতে হবে কমাতে হবে' ইত্যাদি স্লোগান দেন।
সিলেটের প্রায় সবক'টি হাওর চৈত্র মাসের পানিতে তলিয়ে গেছে। সম্ভাবনাময় বোরো ফসল সিলেটবাসী ঘরে তোলার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এসুবাদে চাল ব্যবসায়ীরা সুযোগটা বেশ ভালোই কাজে লাগাচ্ছেন।
সরেজমিন ঘুরে জানা গেছে, একসপ্তাহের ব্যবধানে ৫০ কেজি চালের বস্তা ৫০০-৭০০ টাকা বেশি মূল্যে বিক্রি করা হচ্ছে।
যে বস্তার দাম ছিল ২০০০ টাকা, বর্তমানে তা বিক্রি হচ্ছে ২৫০০ টাকায়। সিলেটের প্রতিটি বাজারে প্রতি কেজি চাল খুচরা সর্বনিম্ন ৫৫ টাকা থেকে শুরু করে আরোও বেশি দামে বিক্রি করা হচ্ছে।
অবরোধকারীদের সাথে আলাপ করলে তারা বলেন- 'চাল ব্যবসায়ীরা দিন দিন চালের দাম বাড়িয়েই চলছেন। আমরা জানি সরকারি মূল্য ৩৭ টাকা, অথচ বিক্রি করা হচ্ছে ৫৫ টাকা। আমরা চাই প্রশাসনের পক্ষ থেকে সঠিক মূল্য নির্ধারণ করে দেয়া হোক।'
শেষপর্যন্ত স্থানীয় পুলিস এসে অবরোধ তুলে দেয়। তারা সাধারণ জনগন ও চাল ব্যবসায়ীদের সাথে আলাচনা করে প্রতি কেজিতে সর্বোচ্চ ৪ টাকা লাভের ঘোষনা দেন। এর অতিরিক্ত দাম নিলে আইনত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান।
নাতিকে কুরান শেখাচ্ছেন এরদোগান