শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী

গ্যাস বিদ্যুত ও পানির লাইন বন্ধ : আন্দোলনের ছক ট্যানারি মালিকদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

tenari-high courtআওয়ার ইসলাম: হাইকোর্টের নির্দেশে হাজারীবাগের ট্যানারিগুলো থেকে গ্যাস, বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে পরিবেশ অধিদফতর। এতে সরকারের ওপর ক্ষুব্ধ হয়েছেন ট্যানারি মালিকেরা।

দফায় দফায় মিটিং করে কঠোর আন্দোলনের ছক কষছেন তারা। তারা জানিয়েছেন, এবারের আন্দোলন হবে তাদের অস্তিত্ব রক্ষার আন্দোলন। এজন্য তারা খুবই কঠোর কর্মসূচি দেবে। দাবি মেনে না নেওয়া পর্যন্ত রাজপথে থাকবেন ট্যানারি মালিকরা।

শনিবার সন্ধ্যায় বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এক জরুরি বৈঠকেও বসেন মালিকেরা। বৈঠক শেষে ঘোষণা করেন, সোমবার তারা আরও একটি বৈঠকে বসবেন। বৈঠক শেষ করে সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করবেন।
tabari-hi court

বৈঠক সূত্রে জানা গেছে, উপস্থিত ট্যানারি সংশ্লিষ্ট সব সংগঠনের নেতাকর্মীরা কঠোর আন্দোলনের পক্ষে মত দিয়েছেন। যে আন্দোলনের নেতৃত্বে মালিকেরা থাকলেও শ্রমিকদেরকেই মাঠে সক্রিয় থাকতে হবে। শ্রমিকরাও এর পক্ষে মত দিয়েছেন।

শ্রমিক নেতা শাহজাহান মিয়া বলেন, ‘এখন আমার খাবো কী? থাকবো কোথায়? আমার সন্তান জানতে চায়, বাবা আমাদের কি এখন ভিক্ষা করতে হবে? আমার স্ত্রী জানতে চাই আমরা পথে বসে গেলাম নাকি? আমরা তো এভাবে ছিলাম না। আমাদেরকে আজ সরকার পথে বসিয়ে দিয়েছে। তাই আমরা এই আন্দোলনের রাজপথে থাকবো।’

এ বিষয়ে ফিনিস লেদার অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন মাহিন বলেন, ‘বিসিকের কারণেই আমরা এত সংকটে পড়েছি। কারণ সংসদীয় কমিটির সভায় ট্যানারি কারখানা সরাতে সাভার এখনও সম্পূর্ণভাবে প্রস্তুত নয় বলেছে বিসিক। আর আদালতকে তারা বলেছে সাভার প্রস্তুত। ফলে তারা আমাদের সঙ্গে একটা প্রতারণা ও মিথ্যাচার করেছে।

[caption id="" align="aligncenter" width="446"]ট্যানারি থেকে জব্দ করা গ্যাস, পানির মিটার ট্যানারি থেকে জব্দ করা গ্যাস, পানির মিটার[/caption]

তবে বিসিকের বিরুদ্ধে মামলা করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘মালিকদের মধ্যে কেউ কেউ এই দাবিটি তুলেছেন। তবে এ বিষয়ে চুড়ান্ত কোনও সিন্ধান্ত হয়নি। সোমবার সংবাদ সম্মেলের মাধ্যমেই সব জানাবো।’

তিনি আরও বলেন, ‘চামড়া শিল্প বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রফতানি শিল্প। এই শিল্পকে ধ্বংস করার জন্যই সরকার এই রকম কাজ করলো। দেশের চামড়া এখন সবই ভারতে চলে যাবে। ভারত লাভবান হবে। এভাবে অন্যায়ভাবে যদি কোনও শিল্পকে নষ্ট করে দেওয়া হয় তাহলে কেউ আর কোনও শিল্প কারখারা গড়ে তুলবে না। এই প্রথম দেখলাম দেশের সরকার কোনও একটি শিল্পকে ধ্বংস করলো।’

এসএস


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ