রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

আলোকিত জ্ঞানী ২০১৭: চট্টগ্রাম কেন্দ্রের প্রাথমিক বাছাই পরীক্ষা সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Alokito ganiআওয়ার ইসলাম : ইসলামি জ্ঞানের মেগা রিয়েলিটি শো হক নিবেদিত আলোকিত জ্ঞানী ২০১৭, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাংক আয়োজনের চট্টগ্রাম কেন্দ্রের প্রাথমিক বাছাই পরিক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ 'জামেয়া দারুল মা'আরিফ আল ইসলামিয়াতে এ বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন জেলা সহ অন্যান্য অঞ্চলের অসংখ্য প্রতিযোগী অংশ নেয়।

এতে জামেয়ার উপ পরিচালক মাওলানা ফুরকানুল্লাহ খলীল, বিশিষ্ট শিল্পপতি ও আলেমে দ্বীন নুরুল আমিন মাহদীসহ জামেয়ার সিনিয়র শিক্ষকবৃন্দ এবং চট্টগ্রামের বিজ্ঞ আলেম -ওলামা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন, আলোকিত জ্ঞানী অনুষ্ঠানের প্রাণপুরুষ, জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব হাফেজ মুফতি সাইফুল ইসলাম। রাহাবার মাল্টিমিডিয়া লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এবং 'আলোকিত জ্ঞানী' অনুষ্ঠানের পরিচালক মুহাম্মদ ইকবাল। রাহাবার-এর আয়োজনে তৃতীয়বারের মতো এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। যার চূড়ান্ত পর্ব আসছে মাহে রমাদানে প্রতিদিন মাগরিবের আজান পূর্ববর্তী একঘণ্টা সময়ব্যাপী দেশের অন্যতম স্যাটেলাইট টেলিভিশন 'চ্যানেল নাইন'-এ সম্প্রচারিত হবে ইনশাআল্লাহ।

আগামী ১৪ এপ্রিল( শুক্রবার) ঢাকা কেন্দ্রের প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্থান: ইউসিসি ক্যাম্পাস, ফার্মগেট ঢাকা। সকাল ন'টায় সকল প্রতিযোগীদের উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়েছে। পরীক্ষা শুরু হবে সকাল দশটায়।

উল্লেখ্য, প্রাথমিক বাছাইয়ের প্রথমধাপে উত্তীর্ণ সেরা ১০০ প্রতিযোগীকে নিয়ে আগামী ২১ এপ্রিল চূড়ান্ত বাছাই পরিক্ষা উপরে উল্লিখিত ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যেখান থেকে মূলপর্বের জন্য ১৪ জন প্রতিযোগীকে বাছাই করা হবে।

-এআরকে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ