মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

বাবরি মসজিদ ধ্বংসের ষড়যন্ত্রে আদভানিসহ ১২ ব্যক্তি জড়িত: সিবিআই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Lal krisno advaniআওয়ার ইসলাম : ভারতের বিজেপি নেতা লালকৃষ্ণ আদভনিসহ ১২ জনকে বাবরি মসজিদ ধ্বংস ষড়যন্ত্রে জড়িত বলে সুপ্রিম কোর্টে রিপোর্ট  দিলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। এই রাজনৈতিক ব্যক্তিত্বদের বিরুদ্ধে আইনি ধারা ফিরিয়ে আনা নিয়েও এদিন সর্বোচ্চ আদালতে সওয়াল করেছে সিবিআই।

উত্তরপ্রদেশ রাজ্যের অযোধ্যায় ষোড়শ শতাব্দীতে নির্মান করা হয়েছিল বাবরি মসজিদ৷ অনেক দশক ধরেই বিতর্ক চলছিল এই মসজিদকে ঘিরে৷ এই মসজিদকে ঘিরে হয়েছে বহু মামলাও। সেই মামলারই শুনানি হল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে৷ বাবরি মসজিদ ধ্বংসের পর কেটে গিয়েছে ২৫বছর৷ কিন্তু সেই মসজিদকে ঘিরে এখনও চলছে মামলা৷ এই কারণে সুপ্রিম কোর্ট এই ঘটনাটিতে অসন্তোষ প্রকাশ করেছে৷

 সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, এই মামলাটিকে দীর্ঘকালীন করার একমাত্র উদ্দেশ্য ন্যায়বিচারকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। শীর্ষ আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে ২ বছরের মধ্যে মামলার শুনানি ঘোষণা করতে হবে৷ সেই কারণে প্রয়োজনে প্রতিদিন এই মামলাটি আদালতে চালানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷ এর পাশাপাশি মামলা স্থানান্তরেরও কথাও উঠেছে৷ সুপ্রিম কোর্ট থেকে লখনউতে এই মামলা স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে৷

অপরদিকে বিজেপি নেতা এল কে আদবানী এবং এম এম জোশী লখনউ আদালতে বাবরি মসজিদ ধ্বংস মামলার এই যৌথ বিচারের বিরোধিতা করে৷ রায়বেরিলি থেকে লখনউ আদালতে মামলাটি স্থানান্তরিত করার বিষয়টি নিয়ে তারা চরম অসন্তোষ প্রকাশ করে৷ উমা ভারতী সহ অন্যান্য বিজেপি নেতারা এই যৌখ বিচারের বিরোধীতা করে জানিয়েছেন, এটিকে একটি অপরাধমূলক ষড়যন্ত্র হিসেবেই বিচার করার প্রয়োজন৷

বর্তমানে এই মামলাটিকে দুটি ভাগে ভাগ হয়ে গিয়েছে৷ বাবরি মসজিদ ধ্বংসের সময় একটি স্টিং অপারেশন করা হয়েছিল৷ সেই সময় দেশের তৎকালীন প্রধানমন্ত্রী নরসিংহ রাও, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছিলেন, এই বাবরি মসজিদ ধ্বংসের বিষয়টি সম্পূর্ণ রূপেই আকস্মিক৷ কিন্তু বিজেপির এই সমস্ত শীর্ষ নেতারা জানিয়েছেন, বিষয়টি পূর্বপরিকল্পিত ছিল৷ আর এই ঘটনাটিতে প্রাণ হারিয়েছিলেন ২০০০জন মানুষ৷

সূত্র : কলকাতা টুয়েন্টিফোর ডটকম

-এআরকে

বাবরি মসজিদ ইস্যুতে তাড়াহুড়া নয়: ভারতীয় সুপ্রিমকোর্ট

পবিত্র ধর্মের সম্মান রক্ষার্তে সৌদির সঙ্গে একত্রে কাজ করবো’


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ