আতাউর রহমান খসরু : মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেয়া হয়েছে একদল আলেম। তাদের কাজ হলো, ভার্সিটিতে আগত নতুন ছাত্র, শিক্ষক ও দর্শনার্থীদের মাঝে ইসলামের দাওয়াত দেয়া। ইসলাম সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর দিবেন তারা।
শুধু ভার্সিটি নয়, ভার্সিটির আশপাশের পর্যটন স্পটেও ঘুরে ঘুরে ইসলামের দাওয়াত দিবেন তারা।
গত সোমবার ৩ এপ্রিল মিসরের ইস্কান্দেরিয়া শহরে তাদের দাওয়াতি কার্যক্রম শুরু হয়েছে। শিরোনাম দেয়া হয়েছে, ‘দাওয়াত ইলাল্লাহ’ বা আল্লাহর পথে আহবান।
আল আজহার বিশ্ববিদ্যালয়ের নিযোগপ্রাপ্ত দায়িগণ বিশেষ পোশাক পড়ে ইস্কান্দেরিয়ার একটি পর্যটন এলাকায় যান। তারা কয়েকটি কফি হাউজ ও চায়ের দোকানে অনারব পর্যটকদের সামনে ইসলাম ধর্ম উপস্থাপন করেন।
তারা মানুষের সামনে ইসলামে শান্তিদর্শন, সাম্য ও ন্যায়বিচারের কথা তুলে ধরেন এবং একই সঙ্গে উগ্রতার বিরুদ্ধে ইসলামের বিধানও বর্ণনা করেন।
সূত্র : দৈনিক কুদরত
-এআরকে