জঙ্গিদের মধ্যে ছাত্রলীগ থাকলেও বিচার হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
বুধবার দুপুরে ময়মনসিংহে স্থাপিত জেলা পুলিশের অত্যাধুনিক মিডিয়া সেন্টার ও সিসি ক্যামেরা কন্ট্রোল রুম পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, “জঙ্গিবাদে ছাত্রলীগ নেতা আসছে কিংবা জামায়াত-শিবির আসছে এগুলো তো ইনকোয়ারির (তদন্ত) ব্যাপার। ইনকোয়ারি করে আমাদের নিরাপত্তা বাহিনী দেখছে, এখন পর্যন্ত আমাদের কাছে ছাত্রলীগ নামধারী কেউ এই জঙ্গিতে অবস্থান নিয়েছেন কি না তা আমাদের জানা নেই। তবে আইন সবার জন্যই সমান, সে ছাত্রলীগ হোক আর যেই হোক। যে এই সমস্ত জঙ্গি তৎপরতা বা এই ধ্বংসাত্মক প্রচেষ্টায় লিপ্ত হবে তার জন্য আইনানুগ ব্যবস্থা হবে। আর আমরা ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে এই কাজে এখন পর্যন্ত পাইনি।”
ময়মনসিংহ শহরে জঙ্গি সন্দেহে গ্রেফতার সাতজনের মধ্যে জেলার ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়ন শাখা ছাত্রলীগের সহসভাপতি আল আমিনও (২৫) রয়েছেন।
এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন পুলিশের ময়মনসিংহ রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন ও পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।
এআর