রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

কেরানীগঞ্জে ৫ হাজার কিমি দীর্ঘ মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

5_hajarঢাকার কেরানীগঞ্জের তারানগর, কলাতিয়া ও সাভারের ভাকুর্তা ইউনিয়নে ৫ হাজার একর জমি সরকার অধিগ্রহণ করার খবরে ৫ হাজার কিমি দীর্ঘ মানববন্ধন করেছে এলাকাবাসী।

আজ (সোমবার) সকাল নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত কেরানীগঞ্জের বসিলা থেকে কলাতিয়া পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকায় মানববন্ধনে অংশ নেন হাজার হাজার নারী-পুরুষ ও শিক্ষার্থীরা। মানববন্ধনে অংশ নেয়া স্থানীয় লোকজন বিভিন্ন প্রতিবাদী বক্তব্য লেখা ব্যানার-প্ল্যাকার্ড বহন করে। কথিত জমি অধিগ্রহণের বিরুদ্ধে তারা নানান স্লোগান দেয়।

কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহিন আহমেদ বলেন, জেলখানা, বিসিক শিল্পনগরী, বিসিএস আবাসন প্রকল্প, রাজউকের ঝিলমিল প্রকল্পসহ বিভিন্ন সরকারি কাজে ইতিমধ্যে কেরানীগঞ্জে জমি অধিগ্রহণ করেছে সরকার। এতে কেরানীগঞ্জের ভূমি সংকুচিত হচ্ছে। কমে যাচ্ছে কৃষিজমি। সরকার যদি ফের জমি অধিগ্রহণ করে, তাহলে স্থানীয় লোকজন ক্ষতিগ্রস্ত হবে। সরকার বিষয়টি বিবেচনা করবে বলে স্থানীয়দের দাবি।

জমি অধিগ্রহণের খবরে গত বৃহস্পতিবার আঁটি ভাওয়াল স্কুলের মাঠে তিন ইউনিয়নের কয়েক হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। পরে সেখানে তারা প্রতিবাদ সভা করেন। প্রতিবাদ সভায়  বক্তারা বলেন, “সম্প্রতি পত্রপত্রিকায় খবর বেরিয়েছে কেরানীগঞ্জের তিনটি ইউনিয়নের ১৬ মৌজায় ৫ হাজার একর জমি অধিগ্রহণ করে সংসদ সদস্যদের জন্য ফ্ল্যাট বানানো হবে। এ ধরনের খবরে আমরা উদ্বিগ্ন। ৫ হাজার একর জমি অধিগ্রহণ করা হলে লক্ষাধিক মানুষ তাদের বসতভিটা হারাবে। কোনো অবস্থাতেই এটা আমরা মানবো না। জান দেব তবু জমি দেব না।”

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন তারানগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক, কলাতিয়া ইউপি চেয়ারম্যান সালাহউদ্দিন লিটন, ইঞ্জিনিয়ার রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ