আওয়ার ইসলাম: বৈরী আবহাওয়ায় স্থগিত হওয়া মৌলভীবাজার শহরের বড়হাটে 'জঙ্গি আস্তানায়' সোয়াটের 'অপারেশন ম্যাক্সিমাস' আবার শুরু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শনিবার সকাল ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে দ্বিতীয় দফা অভিযানের প্রস্তুতি শুরু করেন। সকাল ১০টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের (সিটি) প্রধান মনিরুল ইসলাম। এরপর সকাল সাড়ে ১০টার দিকে সেখানে গুলির শব্দ পাওয়া যায়।
এর আগে শুক্রবার সন্ধ্যায় বৈরী আবহাওয়ায় ওই অভিযান বন্ধ ঘোষণ করা হয় তবে সেই ঘোষণার ঘণ্টা না পেরুতেই বিকট শব্দে তিনটি বিস্ফোরণ ঘটে জঙ্গি আস্তানার ভেতরে। তখন ফের সক্রিয়া হন অভিযানকারীরা।
মহাসড়কের আধা কিলোমিটারের মধ্যে বড়হাট আবুশাহ দাখিল মাদ্রাসা গলির ওই ডুপ্লেক্স বাড়ি ঘিরে সকাল সোয়া ৯টার দিকে সোয়াট, পুলিশ, র্যাবকে প্রস্তুত থাকতে দেখা যায়। সেখানে দমকল বাহিনীর পাশাপাশি অ্যাম্বুলেন্সও রাখা হয়েছে।
মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রওশনুজ্জামান সমকালকে জানান, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে অভিযান স্থগিত করা হয়। এরপরও সোয়াটের সদস্যরা সেখানে অবস্থান করছিল। ওই সময় 'জঙ্গি আস্তানার' ভেতরে বিস্ফোরণের শব্দ হলে সোয়াট সদস্যরা কয়েক রাউন্ড গুলি করে।
অভিযান চলাকালে পুলিশের এক সদস্য আহত হয়। সে সময় পুলিশের পক্ষ থেকে বলা হয়, জঙ্গি আস্তানার ভিতরে বোমা বিস্ফোরণ ঘটলে 'স্প্লিন্টারের' আঘাতে ওই পুলিশ সদস্য আহত হয়। তবে পরে তারা জানায়, জানালার কাচ ভেঙ্গে তিনি আঘাত পেয়েছেন, তবে তা গুরুতর নয়।
শনিবার সকালে এই 'জঙ্গি আস্তানায়' অভিযান শুরুর পর মনিরুল ইসলাম এক ব্রিফিংয়ে বলেছিলেন, 'ভেতরে প্রচুর বিস্ফোরক রয়েছে। অভিযানে সোয়াটের পাশাপাশি বিস্ফোরক বিশেষজ্ঞদের নেওয়া হচ্ছে। অভিযান শেষ হতে বিলম্ব হতে পারে। পরিস্থিতি অত্যন্ত জটিল।
আরআর