শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
আবারও সোনার দামে রেকর্ড ডেমরা যাত্রাবাড়ীর ৬০০ শিক্ষার্থীকে ট্রাফিক সম্মাননা প্রদান কিশোরগঞ্জ নিকলীর হিলচিয়া মাদরাসা থেকে ছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটি ঘোষণা উম্মাহর কল্যাণে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই: ধর্ম উপদেষ্টা পাঠ্যপুস্তক সংশোধন কমিটিতে আলেম অন্তর্ভুক্তির দাবি হেফাজতে ইসলামের সিংগাইরে হেফাজতে ইসলামের গণসমাবেশ ২৯ সেপ্টেম্বর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা হলে ‘হাত ভেঙে’ দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ‘জুলাই বিপ্লবে আলেম-শিক্ষার্থীদের অবদান ও প্রত্যাশা’ নিয়ে আলোচনা সভা সোমবার সিলেটে অনুষ্ঠিত বিহানের ‘লেখালেখি ও এডিটিং কর্মশালা’

পৃথিবীর ৮০ ভাগ নারী সংসদ সদস্য হয়রানির শিকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Women mpআওয়ার ইসলাম : বিশ্বের ৮০ শতাংশ নারী সংসদ সদস্য বিভিন্ন ধরনের মানসিক হয়রানির শিকার হন বলে  জানিয়েছে ব্যুরো অফ ওম্যান পার্লামেন্ট। তাদের রাজনীতি ও সংসদে নারী বিষয়ক এক স্টাডিতে এ তথ্য উঠে এসেছে।

শনিবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ১৩৬তম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলনে পরিসংখ্যানটি জানান ব্যুরো অফ ওম্যান পার্লামেন্টের প্রতিনিধি।

এদিন সকাল ৮টায় ব্যুরো অফ ওম্যান পার্লামেন্টের বৈঠক দিয়ে শুরু হয় সম্মেলন। এরপর বসে ফোরাম অফ ওম্যান পার্লামেন্টারিয়ানের সভা। এতে সভাপতিত্ব করেন প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

ব্যুরো অফ ওম্যান পার্লামেন্টের প্রতিনিধি জানান, ৮০ শতাংশ নারী সংসদ সদস্য আবেদনময়ী মন্তব্য শুনেছেন অথবা সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি পেয়েছেন। এর মধ্যে ৪৫ শতাংশ নারী সংসদ সদস্যকে হত্যা, ধর্ষণ বা অপহরণের হুমকি দেওয়া হয়েছে। ২০ শতাংশ নারী সংসদ সদস্য যৌন হয়রানির শিকার হয়েছেন এবং তাদের ২৬ শতাংশ হেনস্থার শিকার হয়েছেন শারীরিকভাবে।

 আশঙ্কাজনক তথ্যটি তুলে ধরে ব্যুরো অফ ওম্যান পার্লামেন্টের প্রতিনিধি বলেন, ‘এটি হচ্ছে রাজনীতি এবং সংসদে অংশগ্রহণকারী নারীদের চিত্র। এটি সারা দুনিয়ার সংসদগুলোর মনোযোগ আকর্ষণ করেছে। আমরা নারীর অধিকার এবং ক্ষমতায়ন নিয়ে কাজ করে থাকি। নারীদের প্রতি সহিংস আচরণ বন্ধের জন্য ব্যুরো অফ ওম্যান পার্লামেন্টের পক্ষ থেকে সবাইকে এ স্টাডি প্রচার এবং বিতর্ক করার জন্য উৎসাহ দেওয়া হয়। তাই বিষয়টি নিয়ে ঢাকায় আলোচনা করা হলো।’

-এআরকে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ