আওয়ার ইসলাম : বাংলাদেশের কুমিল্লা শহরে জঙ্গিরা অবস্থান করছে এই সন্দেহে পুলিশ যে বাড়িটি গত দু'দিন ধরে ঘিরে রেখেছিলো সেখানে কোন জঙ্গি পাওয়া যায় নি।
পুলিশ বলছে, বাড়িটিতে পুলিশের অভিযান শেষ হয়েছে কিন্তু তার ভেতরে কাউকে পাওয়া যায় নি।
পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম জানিয়েছেন, জঙ্গি না থাকলেও বাড়িটির ভেতরে জঙ্গিরা যেসব কক্ষ ব্যবহার করতো সেগুলোতে প্রচুর পরিমাণে বিস্ফোরক পাওয়া গেছে।
সেগুলো নিষ্ক্রিয় করার জন্যে পুলিশ এখন কাজ করছে। মি. ইসলাম জানান, বোমা নিষ্ক্রিয় করার কাজ আজকের মতো স্থগিত করা হয়েছে। এই কাজ আগামীকাল থেকে আবার শুরু হবে বলে তিনি জানিয়েছেন।
পুলিশ বলছে, তিনতলা বাড়িটিতে সোয়াটের অভিযান 'অপারেশন স্ট্রাইক আউট' শেষ হয়েছে। এবং তাদেরকে কোন ধরনের প্রতিরোধের মুখেও পড়তে হয়নি।
মি. ইসলাম বিবিসির আকবর হোসেনকে বলেছেন, বাড়িটি ঘেরাও করার আগেই জঙ্গিরা বাড়িটি ছেড়ে চলে গেছে বলে তারা মনে করছেন।
তিনি জানান, মীরেশ্বরাইতে জঙ্গিবিরোধী অভিযানের সময় গ্রেফতার হওয়া জঙ্গিদের কাছ থেকে তারা এই বাড়িটির ব্যাপারে তথ্য পেয়েছিলেন।
মি. ইসলাম বলছেন, "বাড়িটির ঠিকানা খুঁজে পেতে কিছুটা দেরি হওয়ার সুযোগে জঙ্গিরা সেখান থেকে পালিয়ে গেছে।"
অন্যদিকে প্রতিকূল আবওয়ার কারণে স্থগিত করা হয়েছে বড়হাটের অপারেশন ম্যাক্সিমাস।
কাউন্টার-টেরোরিজম পুলিশ ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানিয়েছেন যে অন্ধকার হয়ে যাওয়ার কারণে রাতের মতো অপারেশন স্থগিত করা হলেও আবহাওয়া ভালো থাকা সাপেক্ষে আগামীকাল শনিবার সকাল থেকে আবার অভিযান শুরু হবে।
-এআরকে