আওয়ার ইসলাম : কুমিল্লার কোটবাড়ি এলাকায় সন্দেহভাজন জঙ্গি আস্তানায় অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। এ অভিযানের নাম দেয়া হয়েছে ‘অপারেশন স্ট্রাইক আউট’।
কুমিল্লা সিটি কর্পোরেশনের আওতাভূক্ত কোটবাড়ি এলাকায় গত বুধবার এ বাড়িটি ঘিরে ফেলে পুলিশ। কিন্তু বৃহস্পতিবার কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন থাকায় নির্বাচন কমিশনের অনুরোধে অভিযান চালায় নি নিরাপত্তা বাহিনী।
সে বাড়িতে সন্দেহভাজন একজন জঙ্গি আছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ সংখ্যা আরো বেশি হতে পারে। অভিযানের আগে সে বাড়ির আশপাশের বাসিন্দাদের নিরাপদে সরে যেতে বলা হয়।
এ বাড়িটির আশপাশে আধা কিলোমিটার এলাকা পর্যন্ত মানুষ এবং যানবাহনের যাতায়াত বন্ধ করে দেয়া হয়েছে। আস্তানার আশপাশের এলাকায় গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা রয়েছেন।
-এআরকে