সন্ত্রাসবাদের সঙ্গে ইসলামকে সম্পর্কযুক্ত করার প্রচেষ্টার সমালোচনা করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
বুধবার জর্দানে আরব লীগের ২৮তম শীর্ষ সম্মেলনের উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই সমালোচনা করেন। তিনি বলেন, বিশ্বের কোনো কোনো দেশ জঙ্গিবাদের সঙ্গে ইসলামকে গুলিয়ে ফেলার চেষ্টা করছে।
কিছু উন্নত দেশের পক্ষ থেকে শরণার্থীদের প্রবেশ ঠেকানোর জন্য সীমান্ত বন্ধ করে দেয়ার তৎপরতায় দুঃখ প্রকাশ করে গুতেরেস বলেন, শরণার্থীদের প্রতি এসব দেশের উচিত নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করা।
জাতিসংঘ মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আরব লীগের সঙ্গে যৌথভাবে কাজ করতে রাজি আছে বলে জানান অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেন, সিরিয়ায় শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করার সময় এসেছে।
জেনেভায় সিরিয়া বিষয়ক আলোচনা থেকে উল্লেখযোগ্য সাফল্য বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব। তিনি বলেন, টেকসই রাজনৈতিক সমাধানে পৌঁছার জন্য সিরিয়ায় সংঘাত বন্ধ রাখা জরুরি।
আরব লীগের শীর্ষ সম্মেলনে দেয়া বক্তব্যে গুতেরেস জর্দান নদীর পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি নির্মাণের নিন্দা জানিয়ে বলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা ছাড়া অন্য কোনো পন্থায়ই ফিলিস্তিন-ইসরাইল সংঘাত বন্ধ করা যাবে না।
আরআর
জর্দানে আরব লীগের শীর্ষ সম্মেলন শুরু: গুরুত্ব পাচ্ছে সিরিয়া ইস্যু