মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


ঢাকার আইপিইউ সম্মেলনে আসছে না পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ipuআগামী ১ থেকে ৫ এপ্রিল ঢাকায় অনুষ্ঠেয় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬ তম সম্মেলনে আসছে না পাকিস্তান। মঙ্গলবার পাকিস্তান সরকার বাংলাদেশ সরকারকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে বলে কূটনৈতিক সূত্র জানায়।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আইপিইউ সম্মেলন থেকে তাদের প্রতিনিধি দলের প্রত্যাহারের কোন কারণ বাংলাদেশকে জানায়নি। পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলের এই সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল। আসন্ন সম্মেলনে বিভিন্ন দেশের পার্লামেন্টের ৫৩ জন স্পিকার এবং ১৩২টি দেশের সাড়ে ৬ শ’ এমপিসহ সহস্রাধিক বিদেশি অতিথি অংশ নেবেন।

সম্মেলনের উদ্বোধন পর্বে নোবেল বিজয়ী কৈলাশ সত্যার্থী মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। বাংলাদেশ জাতীয় সংসদ এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজক। সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী বর্তমানে আইপিইউ’র প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।

এআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ