আওয়ার ইসলাম : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশের সব রাজনৈতিক দলের অংশগ্রহণ দেখতে চায় জাতিসংঘ। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দফতরে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্ময়কারী এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধি রবার্ট বি. ওয়াপকিনসের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী নির্বাচন বিষয়ে জাতিসংঘের আবাসিক সমন্ময়কারী জানিয়েছেন, ‘আগামী নির্বাচন হতে হবে স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ। আমরা চাই শান্তিপূর্ণভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হোক। সব দলের অংশগ্রহণ আমরা দেখতে চায়।’ জবাবে আমি তাকে জানিয়েছি, ‘বিএনপি নির্বাচনে আসবে। আপনারা নিশ্চিত থাকেন সব দলের অংশগ্রহণে আগামীতে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় বাংলাদেশে আর কোনও নির্বাচন হবে না।’
তোফায়েল আহমেদ বলেন, আলোচনার এক পর্যায়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী জানিয়েছেন নির্বাচন কমিশন গঠন নিয়ে বিরোধী দল ও বিএনপির বিরোধীতা তেমন জোরালো ছিল না।’
-এআরকে