উত্তরপ্রদেশের পর ভারতের আরও ৬টি রাজ্যে কসাইখানা বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। রাজ্যগুলো ক্ষমতাসীন বিজেপি শাসিত।
উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পরপরই সব কসাইখানা বন্ধ করে দেয়। এরই দেখাদেখি ঝাড়খণ্ড, রাজস্থান, উত্তরাখণ্ড, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশে কসাইখানা বন্ধের নির্দেশ আসছে।
জানা যায়, ইতিমধ্যেই হরিদ্বারে ৩টি, রাইপুরে ১১টি এবং ইন্দোরে ১টি মাংসের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। রাজস্থানের জয়পুরেও প্রায় ৪ হাজার মাংসের দোকান বন্ধের মুখে। আগামী এপ্রিল মাস থেকেই এগুলিকে বন্ধের ঘোষণা দিয়েছে জয়পুর পৌরসভা। যদিও মাংস বিক্রেতাদের দাবি, এই ৪ হাজারের মধ্যে ৯৫০ দোকান বৈধ। কিন্তু গত বছরের ৩১ মার্চের পর থেকে পৌরসভার পক্ষ থেকে এগুলোকে নতুন করে পূনর্নিবন্ধন করা হয়নি।
জয়পুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের এক কর্মকর্তা জানান, পৌরসভার পক্ষ থেকে মাংসের দোকানগুলির লাইসেন্স পূনর্নিবন্ধন অর্থ ১০ রুপি থেকে বাড়িয়ে ১০০০ রুপি করার প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু সে ব্যাপারে এখখনও পর্যন্ত বিজ্ঞপ্তি জারি করা হয়নি।
ছত্রিশগড়েও রাইপুর পৌরসভার কমিশনার (জোন-২) আর.কে.ডংরে জানান, ‘তিনদিনে ১১টি অবৈধ মাংসের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। মাংসের দোকানের মালিকদের রাস্তার ধারে এবং নদর্মার মধ্যে মাংসের বর্জ্য ফেলতে দেখা গেছে’।
এআর