আওয়ার ইসলাম : এপ্রিল বর্ষবরণের নামে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মঙ্গল শোভাযাত্রা বাধ্যতামূলক আয়োজনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের নেয়া সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে তা প্রত্যাহারের দাবী জানিয়েছেন মুক্তিযুদ্ধ প্রজন্ম কাউন্সিলের চেয়ারম্যান শহিদুল ইসলাম কবির।
গণমাধ্যমে প্রদত্ত আজ এক বিবৃতিতে শহিদুল ইসলাম কবির বলেন, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ নামক রাষ্ট্র আমরা পেয়েছি তার ৯২ ভাগ মানুষ ইসলামকে অনুসরণ করে। তারা আল্লাহর হুকুম আহকাম মেনে চলতে চেষ্টা করেন।
ইসলাম নির্দেশিত উৎসব তারা পালন করেন। মুসলিম প্রধান দেশে রাষ্ট্রীয়ভাবে মঙ্গল শোভা যাত্রা বাধ্যতামূলক আয়োজনের সিদ্ধান্ত কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। দেশের সাধারণ ধর্ম পরায়ন মানুষ এ সিদ্ধান্ত কোনো ভাবেই মেনে নিবে না।
তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে অংশ নেয়া মুক্তিযোদ্ধাদের মধ্যে ৫% মুক্তিযোদ্ধাকেও এ মঙ্গল শোভাযাত্রা আয়োজনের পক্ষে পাওয়া যাবে না। এ মুহুর্তে মুক্তিযোদ্ধাদের প্রাণের দাবী হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে মঙ্গল শোভাযাত্রা আয়োজনের সিদ্ধান্ত প্রত্যাহার করা। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠত বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের আত্মাকে অশান্ত করবে এই অশ্লীল ভিনদেশী হিন্দুয়ানী সংস্কৃতি। সরকার যদি দেশের সকল স্কুল কলেজে মঙ্গল শোভাযাত্রা আয়োজনের চাপিয়ে দেয়া সিদ্ধান্ত প্রত্যাহার না করে তবে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা দেশবাসীকে সাথে নিয়ে প্রয়োজনে আন্দোলনে নামতে বাধ্য হবে।
-এআরকে