শাইখ ফজলুল করিম মারুফ: আমেরিকান ল্যাটিনদের মাঝে ইসলাম গ্রহনের প্রবনতা বাড়ছে। ডোলান্ড ট্রাম্পের ইসলাম ও ল্যাটিন বিরোধী মনোভাবের কারনে একজন ল্যাটিনের ইসলামগ্রহন করা মানে দ্বিগুন বিপদের ভয়। তারপরেও সেখানে প্রতি সপ্তাহে মূসলমানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এবং ধর্মান্তরিত লোকদের মাঝে একটা বড় অংশ নারী। (বিবিসি বাংলা)
সেখানে একটা জাদুঘর আছে। সেই জাদুঘরে মানব সভ্যতায় ইসলামের অবদান সম্পর্কে ধারনা দেয়া হয়। সেখানে একটা মসজিদ প্রতিষ্ঠা করা হয়েছে সাথে একটা ইসলামিক সেন্টার।
একটা মসজিদ, সাথে জাদুঘর ও ইসলামিক সেন্টার। একজন ইমাম কেবল নামাজই পড়ান না বরং তিনি একজন ইসলামী দার্শনিক। ইসলামের ইতিহাস জানেন, সভ্যতায় তার অবদান জানেন এবং চরম প্রতিকুল পরিবেশেও ইসলামকে মোহনীয় করে তুলতে পারেন।
গোটা বাংলাদেশে লাখ লাখ মসজিদ। একটাও জাদুঘর নাই এবং একটাও ঐ অর্থে ইসলামিক সেন্টার নাই।
লক্ষ লক্ষ আলেম। কিন্তু দার্শনিক আলোচনায় ইসলামের শ্রেষ্ঠত্ব কয়জন আলোচনা করতে পারেন। সভ্যতায় ইসলামের অবদান কয়জন ব্যক্ষা করতে পারেন?
আমাদের এই দৈন্যতার ফল আমরা পাচ্ছি। ট্রাম্পের চরম বিরোধীতা সত্বেও আমেরিকায় ইসলাম এগুচ্ছে। আর ৯০% মুসলামানের দেশেও নাস্তিকতা বাড়ছে।
আবারো বলি!
এদেশে ইসলামের প্রতিবন্ধক কোন বাতিল শক্তি না বরং ইসলামের ধারক-বাহকেরাই এর প্রধান প্রতিবন্ধক।
#ফেসবুক টাইমলাইন থেকে
পড়ুন আল্লামা তাকি উসমানির ভ্রমণকাহিনী: পৃথিবীর পথে পথে