সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়িতে জঙ্গি আস্তানা ‘আতিয়া মহলে’ চালানো ‘অপারেশন টোয়াইলাইট’-এ দুই জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ বলছে ভেতরে আরো অনেকেই রয়েছে। এজন্য 'অপারেশন টোয়াইলাইট' অব্যাহত রয়েছে।
রোববার বিকাল সাড়ে ৫টার পর আনুষ্ঠানিক ব্রিফিংয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, প্যারা কমান্ডোরা গুলি করে জঙ্গি আস্তানা আতিয়া মহলে দুই জঙ্গিকে হত্যা করেছে। নিহত দুই জঙ্গিই পুরুষ। সেখানে এখনও একাধিক জঙ্গি অবস্থান করছে বলে ধারণা করা হচ্ছে।
প্যারা কমান্ডোরা নিজেদের ক্ষয়ক্ষতি এড়িয়ে অভিযান শেষ করতে কিছুটা সময় নিয়েই অভিযান চালাচ্ছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়।
সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ির জঙ্গি আস্তানা 'আতিয়া মহলে' অভিযান অব্যাহত রেখেছে সেনাবাহিনীর প্যারা কমান্ডো বাহিনী।
রোববার সকাল সাড়ে ৭টার দিকে তারা ভবনটির সামনে অবস্থান নেন। এরপর সকাল ৮টা থেকে সেখান থেকে থেমে থেমে বিস্ফোরণ ও গুলির শব্দ পাওয়া যাচ্ছে।
গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা থেকে আতিয়া মহল ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের সঙ্গে প্রথমে সোয়াত, পরে সেনাবাহিনীর প্যারা-কমান্ডোরা যোগ দেন। শুক্রবার দিনভর নানা ঘটনায় পেরিয়ে যায়। শনিবার অভিযান শুরু করেন প্যারা-কমান্ডোরা। অভিযানে আতিয়া মহলে আটকা পড়া ৭৮ জন বাসিন্দাকে নিরাপদে সরিয়ে আনা হয়।
আরআর