আওয়ার ইসলাম : নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি হান্নান রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছেন। কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার মিজানুর রহমান সোমবার সন্ধ্যায় এ তথ্য জানান। তিনি জানান, মুফতি হান্নানের প্রাণভিক্ষার আবেদন সোমবার সন্ধ্যায় হাতে এসেছে। তিনি নিজ হাতে প্রাণভিক্ষার আবেদন লিখেছেন।
মুফতি হান্নানের সঙ্গে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে বন্দি রয়েছেন তার সহযোগী মৃত্যুদণ্ড পাওয়া জঙ্গি শরীফ শাহেদুল আলম ওরফে বিপুলও প্রাণভিক্ষা চাওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। সিলেট কারাগারে বন্দি আরেক আসামি দেলোয়ার ওরফে রিপন প্রাণভিক্ষার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
জঙ্গিদের ২০০৪ সালের ২১ মে সিলেটে হজরত শাহজালাল রহ. মাজার প্রাঙ্গণে গ্রেনেড হামলায় সাবেক ব্রিটিশ হাইকমিশনার প্রাণে রক্ষা পেলেও পুলিশসহ তিনজন নিহত হন। ওই মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি মুফতি হান্নানসহ তার দুই সহযোগী জঙ্গি বিপুল ও দেলোয়ার।
গত মঙ্গলবার রাত ১২টার পর মুফতি হান্নান ও শরীফ শাহেদুল বিপুলের ফাঁসির রিভিউ আবেদন খারিজের রায়ের কপি কারাগারে পৌঁছানোর পর গত বুধবার সকালে মুফতি হান্নান ও তার সহযোগী বিপুলকে তা পড়ে শোনানো হয়। এরপর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার জন্য আবেদন করবে বলে দু'জনই মত প্রকাশ করেছিল।