আওয়ার ইসলাম : রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর নিরাপত্তা বাহিনীর হত্যা, ধর্ষণ ও নিপীড়নের অভিযোগ তদন্তে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে মিয়ানামার। তারা বলেছে, এ ধরনের তদন্তের ফলে কেবল দ্বন্দ্ব বাড়বে।
শনিবার মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘের তদন্ত দল তৈরির বিরোধিতা করে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, একটি তদন্ত দল তৈরির চেষ্টা এ সমস্যার সমাধান না করে বরং এ সমস্যাকে আরো উসকে দেবে।
এর আগে শুক্রবার জেনেভাভিত্তিক জাতিসংঘের এ সংস্থা জরুরি ভিত্তিতে দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটিতে তদন্ত দল পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করে। মুসলিম রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের অভিযোগ তদন্তই ছিল এর মূল উদ্দেশ্য।
গত বছরের অক্টোবরে রোহিঙ্গা-অধ্যুষিত রাখাইন রাজ্যের এক সীমান্তচৌকিতে সন্ত্রাসী হামলায় মিয়ানমারের পুলিশের নয় সদস্য নিহত হন। এরপর সেখানে ব্যাপক অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। ওই অভিযানের পর হাজার হাজার রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে পালিয়ে যায়।
-এআরকে