আওয়ার ইসলাম : আদালতে বার বার হোঁচট খেয়েও থামছে না ট্রাম্পের মুসলিম বিদ্বেষ। একের পর এক মুসলিম বিরোধী আইন করছে ট্রাম্প ও ট্রাম্প প্রশাসন। এবার মধ্যপ্রাচ্যের আটটি মুসলিম দেশসহ উত্তর আফ্রিকার দেশগুলোর নাগরিকদের বিমানে যাত্রাকালে ইলেকট্রনিক যন্ত্রপাতি বহনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করছে সে।
ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা অনুযায়ী ওই সমস্ত দেশের নাগরিকরা এখন থেকে যুক্তরাষ্ট্রের কোনো ফ্লাইটে ল্যাপটপ, আইপ্যাড এবং লাগেজের মধ্যে ক্যামরাসহ কোনো ধরনের ইলেকট্রনিক যন্ত্রপাতি বহন করতে পারবেন না।
দেশগুলোর মধ্যে রয়েছে, জর্ডান, মিসর, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।
ওই দেশগুলোর ১০টি বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রে আসা বিরতিহীন ফ্লাইটগুলোতে এ নিষেধাজ্ঞা আরোপের ধারণা করা হচ্ছে। আজ মঙ্গলবার এ-সংক্রান্ত নীতির ঘোষণা করা হতে পারে। সেখানে এই নিষেধাজ্ঞার বিষয়ে বিস্তারিত জানা যাবে।
তবে নিষেধাজ্ঞার বিষয়টি তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয়। এ বিষয়ে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের মুখপাত্র ডেভিড লাপান কোনো মন্তব্য করতে চাননি। এ ছাড়া হোমল্যান্ড সিকিউরিটির আরেকটি অংশ পরিবহন নিরাপত্তা প্রশাসনও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি।
জর্ডানের রয়্যাল এয়ারলাইনস এক টুইট বার্তায় জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্রের নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের প্রিয় যাত্রীদের জানাচ্ছি যে, যুক্তরাষ্ট্রে আসা-যাওয়া করা ফ্লাইটগুলোতে যেকোনো ধরনের ইলেকট্রনিক বা ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি বহন পুরোপুরি নিষিদ্ধ।’
-এআরকে