মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


ইসলামের নামে জঙ্গিবাদে জড়িতদের কঠোর হাতে দমন করতে হবে: আল্লামা কাসেমী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

nur_hosen_kasemiউবায়দুল্লাহ সাআদ: জামিয়া মাদানিয়া বারিধারার মুহতামিম ও জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী বলেছেন, ইসলাম শান্তির ধর্ম ইসলামে জঙ্গিবাদের কোন স্থান নেই, ইসলাম পৃথিবীতে এসেছে মানুষের শান্তি প্রতিষ্ঠার জন্যে, হানাহানি কাটাকাটি ইসলাম সমর্থন করেনা ইসলামে এর কোন স্থান নেই।

১৯ মার্চ রাজধানী ঢাকার মিরপুরে ১০ নাম্বার সেক্টরের আল ইহসান মাদরাসার হিফজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত ইসলামী মহা সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আপনি জঙ্গিবাদ দমনের কথা বলেন, আমি বলব ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করুন জঙ্গিবাদ বন্ধ হয়ে যাবে।

দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আল্লামা কাসেমী বলেন, বর্তমানে যারা ইসলামের নামে জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে তাদের কঠোর হাতে দমন করতে হবে। সমাজে মাদকের সয়লাব হয়ে গেছে দাবি করে আল্লামা কাসেমী আরো বলেন, যারা মাদকে আসক্ত হয়ে পড়েছে তাদের বোঝাতে হবে, চিকিৎসা করাতে হবে, দেশের সর্বক্ষেত্রে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে হবে।

বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা গাজী মুহাম্মদ সানাউল্লাহ’র সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে আলোচনা পেশ করেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, দৈনিক ইনকিলাবের সহ সম্পাদক বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা উবায়দুর রহমান খান নদভী দেশের শীর্ষ উলামায়ে কেরাম।

সম্মেলনে কেরাত পরিবেষণ করেন বিশ্ব বিখ্যাত কারী শায়েখ ইউসুফ আল আজহারী।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ