আওয়ার ইসলাম: বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের নির্বাহী কমিটির বৈঠক গতকাল কাকরাইলের ছুন ঝি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। এতে নির্বাহী কমিটির ১৭ জন সদস্য উপস্থিত ছিলেন।
জানা যায়, চলতি কমিটির মেয়াদ শেষ হবে আগামী জুনে। সামনে রমজান ও ঈদ থাকায় নির্ধারিত সময়ের আগেই তৃতীয় কাউন্সিল সভা আয়োজনের সিদ্ধান্ত নিযেছে কমিটির সদস্যরা। কাউন্সিলের তারিখ এখনো চূড়ান্ত না হলেও ধারণা করা হচ্ছে এপ্রিলের ২১ তারিখ শুক্রবার হতে পারে।
সভায় লেখক ফোরামের বিগত দিনের কাজের পর্যালোচনা করা হয়। সেই সঙ্গে ফোরামকে আরো গতিশীল করতে বিভিন্ন উদ্যোগ বিষয়েও আলোচনা করেন সদস্যরা।
তৃতীয় কাউন্সিল সভা আয়োজনের জন্য তিনটি উপ কমিটির গঠন করা হয়েছে। এগুলো হলো
লেখক ফোরামের তৃতীয় কাউন্সিল সফল করার জন্য সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন ফোরামের সভাপতি মুফতি এনায়েতুল্লাহ ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর।
উল্লেখ্য, ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম গঠন হয়। গত চার বছর লেখালেখি ও লেখকদের নানা বিষয়ে কাজ করেছে ফোরাম। নতুন লেখক তৈরিতেও রেখেছে গুরুত্বপূর্ণ অবদান।
এআর