আওয়ার ইসলাম : বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সরকারকে সতর্ক করে দিয়ে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরে জনগণের অজান্তে দুই দেশের মধ্যে নিরাপত্তা চুক্তি হলে জনগণ তা মেনে নেবে না।
শনিবার রাজধানীতে প্রয়াত মহাসচিব দেলোয়ার হোসেনের স্মরণে আয়ে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
ভারতের সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা চুক্তি নিয়ে পত্র-পত্রিকার খবরের কথা তুলে ধরে মোশাররফ বলেন, “আজকে বলা হচ্ছে যে, এখানে নিরাপত্তা বিষয়ক চুক্তি হবে। সরকার বলছে সমঝোতা হবে, আর ভারতের সরকার বলছে নিরাপত্তা চুক্তি হবে।
“আমাদের কথা হচ্ছে, বাংলাদেশের নিরাপত্তার কোন বিষয়টি এখন স্পর্শকাতর হলো বা আমরা এমন নিরাপত্তাহীনতায় ভুগছি যেটাকে সরকার জনগণের কাছে পরিষ্কার করতে হবে। জনগণকে না জানিয়ে, জনগণের অজান্তে দুই দেশের মধ্যে নিরাপত্তা চুক্তি হতে পারে না।’’
তিনি বলেন, ভারতের সাথে বাংলাদেশের তিস্তার পানিবণ্টন চুক্তি ছাড়া এমন কোনো জরুরি চুক্তি নেই, সেটা এখন হওয়া দরকার। বহুদিনের প্রত্যাশা তিস্তা চুক্তি, এই সরকার বার বার দেশের মানুষের সাথে এই চুক্তি নিয়ে প্রতারিত করেছে।
উল্লেখ্য, আগামী ৭ এপ্রিল থেকে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন শেখ হাসিনা।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আবদুল মান্নান, উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক সুকোমল বড়ুয়া, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদের জুয়েল, প্রয়াত খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে ড. খোন্দকার আকবর হোসেন বাবুল ও অ্যাডভোকেট খোন্দকার আব্দুল হামিদ ডাবলু বক্তব্য দেন।
-এআরকে