রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


সিরিয়ায় হাজারও সন্ত্রাসীকে চিকিৎসা দেয়ার কথা স্বীকার করল ইসরাইল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

[caption id="attachment_28970" align="alignleft" width="500"]netaniahu2 আহত সন্ত্রাসীকে দেখতে হাসপাতালে নেতানিয়াহু [/caption]

সিরিয়ার হাজার হাজার উগ্র সন্ত্রাসীকে চিকিৎসা দেয়ার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনী। তারা এক বিবৃতিতে বলেছে, আহতদের প্রথমে সীমান্ত এলাকায় আনা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ইসরাইলের হাসপাতালগুলোতে স্থানান্তর করা হয়।

সিরিয়ায় ২০১৩ সালে বিদেশিদের মদদে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত দুই হাজার ছয়'শ সন্ত্রাসীকে চিকিৎসা দেয়া হয়েছে বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

ইহুদিবাদী ইসরাইল প্রথম থেকেই নানাভাবে সিরিয়ার সরকার বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে মদদ দিয়ে যাচ্ছে। সন্ত্রাসীদের সহযোগিতার লক্ষ্যে ইসরাইল এ পর্যন্ত বহুবার সিরিয়ার সেনাবাহিনীর বিভিন্ন অবস্থান ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।

এর আগে বহুবার সিরিয়ার সরকার ঘোষণা করেছে, সন্ত্রাসীদের প্রকাশ্যে নানা সহযোগিতা দেয়ার পাশাপাশি ইসরাইলে নিয়ে গিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে এবং চিকিৎসা শেষে আবারও সিরিয়ায় পাঠানো হচ্ছে সন্ত্রাসী হামলা চালানোর জন্য।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবে বলা হয়েছে, কোনো পরিস্থিতিতেই সন্ত্রাসীদের সহযোগিতা করা যাবে না। কিন্তু ইসরাইল নিরাপত্তা পরিষদের এ প্রস্তাবকে তোয়াক্কা করছে না। -পার্সটুডে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ