ভ্রমণ নিষেধাজ্ঞায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্বাহী আদেশও স্থগিত করেছে হাওয়াইয়ের একটি আদালত। স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে ওই নির্বাহী আদেশ চালু হওয়ার কয়েক ঘণ্টা আগেই তা স্থগিত করা হয়। খবর বিবিসির।
সরকার এই নিষেধাজ্ঞাকে জাতীয় নিরাপত্তার ইস্যু হিসেবে যুক্তি দেখালেও জেলা জজ ডেরিক ওয়াটসন এটাকে সন্দেহজনক বলে উল্লেখ করেছেন।
প্রেসিডেন্ট ট্রাম্প এই রায়কে নজিরবিহীন বিচারিক কৌশল বলে উল্লেখ করেছেন। ছয়টি মুসলিম দেশের ওপর ৯০ দিনের এবং শরণার্থীদের ওপর ১২০ দিনের নিষেধাজ্ঞায় ট্রাম্প যে নির্বাহী আদেশ জারি করেছিলেন সেই আদেশের ওপরই নতুন করে আদালত নিষেধাজ্ঞা জারি করল।
ট্রাম্প বরাবরই জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রে সন্ত্রাসীদের প্রবেশ বন্ধ করতেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে সমলোচকরা এই নিষেধাজ্ঞাকে পক্ষপাতমূলক বলে উল্লেখ করেছেন।
আরএফ