বকেয়া না পাওয়ার অভিযোগ তুলে মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ১০টি মামলা করেছেন গ্রামীণ টেলিকমের সাবেক ও বর্তমান ১০ কর্মী।
মঙ্গল ও বুধবার মামলা ১০টি দায়ের করা হয় বলে ঢাকার তৃতীয় শ্রম আদালতের সেরেস্তাদার জামাল উদ্দিন মিডিয়াকে এ তথ্য জানিয়েছেন।
গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ইউনূসের বিরুদ্ধে কয়েক মিলিয়ন ডলার বকেয়া পরিশোধ না করার অভিযোগ আনা হয়েছে মামলাগুলোতে।
গ্রামীণ ব্যাংকের দায়িত্ব হারানো ইউনূসের সমালোচনা করে প্রধানমন্ত্রীসহ ক্ষমতাসীন দলের কয়েকজন নেতার বক্তব্যের মধ্যে এই মামলাগুলো দায়ের হল।
বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের দ্বিতীয় সর্বাধিক শেয়ার গ্রামীণ টেলিকমের (৩৪ দশমিক ২ শতাংশ)।
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক থাকাকালে ‘অলাভজনক’ প্রতিষ্ঠান হিসেবে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন নোবেলজয়ী ইউনূস।
গ্রামীণ টেলিকমের মুনাফা কর্মীদের মধ্যে বণ্টনের বাধ্যবাধকতা থাকলেও তা দেওয়া হয়নি বলে মামলাকারী কর্মীদের অভিযোগ।
মামলার বিবাদীদের মধ্যে গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসানও রয়েছেন। তাদের জবাব চেয়ে আদালত সমন জারি করেছে বলে জানান আইনজীবী জসীম।
মামলাগুলোতে অভিযোগ করা হয়, গত দশকে গ্রামীণ টেলিকমের নিট মুনাফা ২১ হাজার কোটি টাকার মধ্যে ৫ শতাংশ অর্থাৎ ১০৮ কোটি টাকা কর্মী ও সরকারকে দেওয়ার আইনি বাধ্যবাধকতা রয়েছে। এই অর্থের ৮০ শতাংশ প্রতিষ্ঠানটির সাবেক ও বর্তমান কর্মীদের পরিশোধ এবং ১০ শতাংশ সরকার এবং ১০ শতাংশ প্রতিষ্ঠানের কল্যাণ ফান্ডে তহবিলে জমা দিতে হবে। কিন্তু এই মুনাফা কর্মীদের মধ্যে বণ্টন করা হয়নি।
এআর