মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


পুলিশি বাঁধায় জ্বানালি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Jalaniআওয়ার ইসলাম : গ্যাসের দাম এবং বর্ধিত দাম প্রত্যাহারের দাবিতে বাম দলগুলোর ঘোষিত জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। এ সময় পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ায় আন্দোলনকারীদের বেশ কয়েকজন আহত হয়েছেন।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার সকাল ১১টার দিকে সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চাসহ বাম দলগুলোর নেতা-কর্মীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন।

সেখানে সমাবেশ শেষে বেলা ১২টার দিকে তারা মিছিল নিয়ে পল্টন ঘুরে প্রেস ক্লাবের পূর্ব পাশের গলি দিয়ে জ্বালানি মন্ত্রণালয়ের দিকে যেতে চাইলে পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে।

আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে পুলিশ তাদের ধাওয়া করে এবং টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় আন্দোলনকারীরা ইট-পাটকেল ছোড়েন।

গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারসহ সাত দফা দাবিতে গত ২৮ ফেব্রুয়ারি হরতাল পালনের পর জ্বালানি মন্ত্রণালয় ঘেরাওয়ের এই কর্মসূচি ঘোষণা করেছিল বাম দলগুলো।

-এআরকে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ