মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


রোববার ঢাকায় আন্তঃদেশীয় পুলিশ সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Igp shohidআওয়ার ইসলাম : আগামী রোববার ঢাকায় শুরু হচ্ছে দক্ষিণ এশিয়া ও পার্শ্ববর্তী ১৪ রাষ্ট্রের পুলিশপ্রধানদের তিন দিনব্যাপী সম্মেলন।

জঙ্গিবাদ, সন্ত্রাসসসহ আন্তঃদেশীয় অপরাধ দমনে পারস্পারিক সহযোগিতা বৃদ্ধিই এ সম্মেলনের উদ্দেশ্য।
বৃহস্পতিবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

ইন্টারপোল ও বাংলাদেশ পুলিশের যৌথ উদ্যোগে দেশে প্রথমবারের মতো এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে ইন্টারপোলের আইজিসিআই, এফবিআই, আসিয়ানপোল ও আইসিআইটিএপির ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেবেন। এর মধ্যে একটি সেশনে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হবে।

পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আইজিপি বলেন, ১৪টি কর্ম-অধিবেশনে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিরা বিষয়ভিত্তিক বক্তব্য তুলে ধরবেন। জঙ্গিবাদ দমন, মানবপাচার, অর্থনৈতিক অপরাধ, সন্ত্রাসী অর্থায়ন, মাদক পাচার রোধ, অবৈধ অস্ত্র চোরাচালান ঠেকানো, গোয়েন্দা তথ্য আদান-প্রদান, সাইবার অপরাধ নিয়ন্ত্রণ প্রভৃতি বিষয় আলোচনায় স্থান পাবে। সম্মেলন শেষে জঙ্গিবাদ, সন্ত্রাস দমনসহ আন্তঃদেশীয় কর্মপন্থা নির্ধারণ করে ‘যৌথ ঘোষণা’ সই হবে।

সম্মেলনে অংশ নেবে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ভুটান, ব্রুনাই, চীন, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মালয়েশিয়া, মিয়ানমার, নেপাল, দক্ষিণ কোরিয়া, শ্রীলংকা ও ভিয়েতনাম।

রোববার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এতে আফগানিস্তানের নিরাপত্তাবিষয়ক জ্যেষ্ঠ উপমন্ত্রী আবদুল রহমান, মালয়েশিয়ার আইজিপি খালিদ আবু বকর, মিয়ানমার পুলিশের ব্রিগেডিয়ার জেনারেল মায়ো সু উইন, দক্ষিণ কোরিয়ার সিনিয়র সুপারিনটেনডেন্ট জু মিন লি, শ্রীলংকার আইজিপি পুজিথ সন্ধি বন্দরা জয়সুন্দর, ইন্টারপোলের মহাসচিব জারগেন স্টক, ফেসবুকের ট্রাস্ট অ্যান্ড সেফটি ম্যানেজার বিক্রম লাংয়ে, আসিয়ানপোলের নির্বাহী পরিচালক ইয়োহানেস আগুস মুলিয়োনো, আইজিসিআইর প্রটোকল অ্যান্ড কনফারেন্স বিভাগের প্রধান সিন লি চুয়া, আইসিআইটিএপির পরিচালক গ্রে বারসহ ৫৮ বিদেশি সম্মেলনে যোগ দেবেন।

সংবাদ সম্মেলনে আইজিপি আশা করেন, আন্তঃদেশীয় অপরাধ দমনে অভিজ্ঞতা ও তথ্যবিনিময়ের পাশাপাশি একটি সমন্বিত কৌশল প্রণয়ন করা সম্ভব হবে। দক্ষিণ এশীয় অঞ্চলের পুলিশপ্রধানদের মধ্যে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে একটি প্ল্যাটফর্ম গঠন করা হবে। এ অঞ্চলের আইন-শৃগ্ধখলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পেশাগত ও কৌশলগত নেটওয়ার্ক গড়ে তোলা এবং দ্বিপক্ষীয় আঞ্চলিক সহযোগিতাও নিশ্চিত করা যাবে।

-এআরকে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ