আওয়ার ইসলাম : সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, সন্তানদের সু-শিক্ষায় শিক্ষিত করতে হবে। আমরা দানবের সমাজ চাই না, আমরা মানব সমাজ চাই। শনিবার শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের সূবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃব্যে তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান নূর বলেন, আগে মনে করা হতো, মাদ্রাসা ছাত্ররা জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকত। কিন্তু ইংলিশ মিডিয়ামের ৫ জন ছাত্র গুলশান হামলায় জড়িত থেকে ২০ জনকে হত্যা করে। এরা মানুষ নয়, এরা মুসলমান নয়, এরা কোন ধর্মের নয়, এরা দানব।
বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. শফিকুল ইসলাম লস্করের সভাপতিত্বে অনুষ্ঠানে মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ, পাবলিক সার্ভিস কমিশনের সচিব আকতারী মমতাজ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আসাদুল ইসলাম, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, স্কুলের প্রাক্তন ছাত্র ও ইসলামী ব্যাংকের পরিচালক জয়নাল আবেদীন, মহিউদ্দিন খান মোহন প্রমুখ বক্তৃতা করেন।
-এআরকে