আওয়ার ইসলাম : ইরানে ঘরে তৈরি আতশবাজি বিস্ফোরণে একই পরিবারের সাতজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে পাঁচ কিশোর ও মধ্যবয়সী এক দম্পতি রয়েছে।
জানা গেছে, দেশটিতে পার্শী নববর্ষকে সামনে রেখে এক কিশোর তার ঘরে আতশবাজি তৈরি করছিল। এ সময় বিস্ফোরণটি ঘটে।
এ ব্যাপারে আজ শনিবার নগরীর প্রসিকিউটর জেনারেল নাসের অনলাইন নিউজ ওয়েবসাইট আতাবাতি মিজানকে জানান, প্রচণ্ড শক্তিশালী এই বিস্ফোরণে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আরদেবিল নগরীর ওই বাড়িটি মাটির সঙ্গে মিশে গেছে।
তিনি আরো বলেন, ‘বিস্ফোরণে সাতজন নিহত হয়েছে। এছাড়াও এতে একজন গুরুতর ও তিনজন সামান্য আহত হয়েছে। ’
উল্লেখ্য, পার্শী বর্ষের শেষ বুধবার ইরানে ঐতিহ্যগতভাবে আতশবাজির উৎসব হয়। উৎসবটি শাহারশানবেহ্সুরি হিসেবে পরিচিত। এ বছরের ২১ মার্চ, মঙ্গলবার পার্শী নববর্ষ নওরোজ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
-এআরকে