ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহরে একটি গণবিবাহের আসরে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ১০৪ প্রতিবন্ধী দম্পতি।
এই ঘটনা বিশ্বে প্রথম। ফলে প্রতিবন্দ্বী বিয়ের বিশ্বরেকর্ড হয়েছে বলে আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে। এই গণবিবাহের আসরে হাজির ছিলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী থবরচাঁদ গেহলটসহ প্রাদেশিক সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।
গোল্ডেন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের কর্মকর্তারা কর্তৃপক্ষের হাতে প্রশংসাপত্র হস্তান্তর করেছেন। এই গণবিবাহের আয়োজন করেছিল স্থানীয় জেলা প্রশাসন। ৭৭ হিন্দু, ২৬ মুসলিম এবং এক শিখ প্রতিবন্দ্বী দম্পতির বিয়ে হয়েছে এই অনুষ্ঠানে। এই বিয়ে উপলক্ষ্যে বিশ্বের সবচেয়ে বড় গিফট প্যাকও তৈরি করা হয়েছিল। এটিও বিশ্বরেকর্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে।
এআর