বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, প্রত্যেক দেশে নির্বাচন হয় পলিটিক্যাল গভর্নমেন্টের মাধ্যমে। আমাদের দেশে নির্বাচন চাই কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে, কারণ আমরা একজন আরেকজনকে বিশ্বাস করি না। আমরা যদি একজন আরেকজনকে বিশ্বাস না করি জনগণ আমাদের বিশ্বাস করে ভোট দেবে কী করে?
জাতীয় সংসদের চতুর্দশ ও শীতকালীন অধিবেশনের রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।
রওশন এরশাদ বলেন, জনগণের জন্য যতই গুরুত্বপূর্ণ বিষয় হোক না কেন, কোনো সময় আমরা একমত পোষণ করি না। এটা আমাদের একটি পলিটিক্যালি বিশেষত্ব। এটা আমাদের ছাড়তে হবে। একে অপরের সঙ্গে বসে মিলেমিশে কথা বলতে হবে। জনগণের জন্য দেশের জন্য যেটা ভালো সেটাই করতে হবে। বিরোধীদলীয় নেতা আরও বলেন, এখন অনেক আজে বাজে কথা বলা হচ্ছে। আমরা নাকি অনেক গৃহপালিত বিরোধীদল। তোমরা কী করেছো? তোমরা যখন বিরোধী দলে ছিলা তোমরাতো সংসদে যাওনি, জনগণের কথা বলনি। আমরা দেশের মানুষের কথা বলছি, সরকারের উন্নয়ন কাজে সহযোগিতা করছি।
এআর