বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ‘কারাবরণ দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় এ দাবি করেন তিনি। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এ আলোচনা সভার আয়োজন করে।
বিএনপি মহাসচিব বলেন, 'প্রতিবেশি দেশ ভারতের সঙ্গে আমাদের বিভিন্ন বিষয়ে চুক্তি হতে পারে। পত্রিকায় দেখেছি ভারতের সঙ্গে আমাদের নিরাপত্তা ও সামরিক চুক্তি হচ্ছে। এ চুক্তির বিষয়ে জনগণের জানার অধিকার আছে। অথচ এখন পর্যন্ত কোনো চুক্তির বিষয়ে প্রকাশ করা হয়নি।'
এ সময় তিস্তা নদীর চুক্তি না হওয়ারও সমালোচনা করেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, 'জঙ্গিবাদের নামে সরকার নতুন করে নাটক করছে। এ সরকারের কারণে বিশ্বের কাছে ধারণা সৃষ্টি হচ্ছে যে, বাংলাদেশ জঙ্গিবাদে রাষ্ট্রে পরিণত হচ্ছে। এই জঙ্গিবাদে সুনির্দিষ্টভাবে তদন্ত হচ্ছে না। এ জন্য সরকার নতুন নতুন নাটক তৈরি করছে।'
ড্যাবের সহসভাপতি এম এ কুদ্দুসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।