মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


ভারতের সাথে কী চুক্তি হবে জনগণ জানতে চায়: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

fakhrulআওয়ার ইসলাম : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতে সঙ্গে বাংলাদেশের কী কী চুক্তি হচ্ছে সে বিষয়ে জনগণ জানতে চায়।

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ‘কারাবরণ দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় এ দাবি করেন তিনি। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এ আলোচনা সভার আয়োজন করে।

বিএনপি মহাসচিব বলেন, 'প্রতিবেশি দেশ ভারতের সঙ্গে আমাদের বিভিন্ন বিষয়ে চুক্তি হতে পারে। পত্রিকায় দেখেছি ভারতের সঙ্গে আমাদের নিরাপত্তা ও সামরিক চুক্তি হচ্ছে। এ চুক্তির বিষয়ে জনগণের জানার অধিকার আছে। অথচ এখন পর্যন্ত কোনো চুক্তির বিষয়ে প্রকাশ করা হয়নি।'

এ সময় তিস্তা নদীর চুক্তি না হওয়ারও সমালোচনা করেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, 'জঙ্গিবাদের নামে সরকার নতুন করে নাটক করছে। এ সরকারের কারণে বিশ্বের কাছে ধারণা সৃষ্টি হচ্ছে যে, বাংলাদেশ জঙ্গিবাদে রাষ্ট্রে পরিণত হচ্ছে। এই জঙ্গিবাদে সুনির্দিষ্টভাবে তদন্ত হচ্ছে না। এ জন্য সরকার নতুন নতুন নাটক তৈরি করছে।'

ড্যাবের সহসভাপতি এম এ কুদ্দুসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।

-এআরকে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ