ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কুয়েতে এক হাজার সৈন্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। এসব সৈন্য রিজার্ভ ফোর্স হিসেবে সিরিয়া ও ইরাকে আইএসের সঙ্গে যুদ্ধে লিপ্ত মার্কিন সেনাদের সহায়তা করবে।
মার্কিন সশস্ত্র বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
রিজার্ভ সেনা মোতায়েতের ফলে যুদ্ধক্ষেত্রে কমান্ডাররা দ্রুত সিদ্ধান্ত কার্যকরের সুযোগগুলো কাজে লাগাতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।
অতিরিক্ত সৈন্য পাঠানোর এই সিদ্ধান্ত আগের প্রেসিডেন্ট ওবামা থেকে ভিন্ন। ওবামা চেয়েছিলেন অল্প কিছু আমেরিকান সৈন্য দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে স্থানীয়দের মাধ্যমেই বিরোধ মোকাবেলা করতে।
তবে সৈন্য পাঠানোর এই সিদ্ধান্তটি আমেরিকার প্রতিরক্ষা সচিব জিম ম্যাটিস সমর্থিত কিনা তা যাচাই করা যায়নি।
এআর