গতকাল কুমিল্লার এক চেকপোস্টে পুলিশের ওপর হামলার পর মঙ্গলবার রাত থেকে চট্টগ্রামের মিরসরাইয়ে একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা।
চট্টগ্রামের পুলিশ সুপার নূরে আলম মিনা জানান, ঢাকা থেকে আসা কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা কুমিল্লা পুলিশকে সঙ্গে নিয়ে এ অভিযান চালাচ্ছে।
মিরসরাই পুলিশের একজন কর্মকর্তা জানান, কলেজ রোডের রেদওয়ান মঞ্জিল নামের ওই দোতলা বাড়িতে রাত ১১টার দিকে অভিযান শুরু হয়। সকালেও ওই বাড়ি পুলিশ ঘিরে রেখেছে।
ঢাকার কাউন্টার টেরোরিজম ইউনিটের একজন কর্মকর্তা বলেন, “গতকাল কুমিল্লায় যাদের গ্রেপ্তার করা হয়েছিল, তারা মিরসরাইয়ের ওই বাড়িতে আস্তানা গেড়েছিল। তাদের নিয়ে সেখানে অভিযান চালিয়ে বেশ কিছু বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।”
রাত ২টার পর ওই বাড়ি স্থানীয় পুলিশের পাহারায় রেখে কাউন্টার টেরোরিজমের সদস্যরা আরও কয়েকটি স্থানে অভিযান শুরু করেন বলে জানান ওই কর্মকর্তা।
তবে অভিযান এখনও চলমান থাকায় এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করতে চাননি তিনি।
আরআর