০১
রণ হুঙ্কার আসছে ভেসে, বাজছে ভীষণ ডঙ্কা
কখন জানি কী হয়ে যায়, করছে বিরাজ শঙ্কা
শত্রুরাও সব ভুলেছে
পক্ষপাতের রব তুলেছে
দাঈ এবং মুজাহিদের দেখবো তেজ ও লঙ্কা।
০২
আমগো চুলোয় আগ না জ্বলুক আমরা আছি খুশতো
প্রতিবেশীর হকের উপর আছে নজর হুশতো
পান না করে পিলাই
পাইপলাইনে গ্যাস বিলাই
তারা আমগো মামুর বেটা, আর পরাণের দুস্ত।
০৩
রমিজ মিয়া ভোটে হলেন নির্বাচিত চেয়ারম্যান
জনতাকে বলেন হেসে আমি দেশের কেয়ারম্যান
আমজনতা ভাবে
উন্নয়ন বেশ পাবে
দেশ-জনতা বুঝলো শেষে রমিজও ঠিক নে'য়ার ম্যান।
০৪
সদ্বালাপী বস যে আমার নামে সুজন দীপ্ত
বসের উপর বউ হয়েছে ভীষণ রকম ক্ষীপ্ত
মিষ্টি মিষ্টি বললেও
টেইককেয়ার করলেও
শুনতে পেলো অফিসে বস পরকীয়ায় লিপ্ত।
আরআর