ভারত প্রতিরক্ষা চুক্তিতে এতো আগ্রহী কেনো? ড. মঈন খান
ভারত প্রতিরক্ষা চুক্তিতে এতো আগ্রহী কেনো? ড. মঈন খান
নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
আওয়ার ইসলাম : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তির ব্যাপারে প্রশ্ন তুলে বলেছেন, যে দেশটি বাংলাদেশের বন্ধুরাষ্ট্র এবং দেশের তিন দিকেই ভারতের অবস্থান, তাহলে সে দেশের প্রতিরক্ষার প্রশ্ন কেন?
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মঈন খান বলেন, ‘বাংলাদেশের তিন দিকে ভারত ও এক দিকে সমুদ্র। যে দেশের সব দিকেই এই বন্ধুরাষ্ট্র, তাহলে সে দেশের প্রতিরক্ষার প্রশ্ন উঠবে কেন? বন্ধুরা কেন আমাদের প্রতিরক্ষা দিতে উৎসুক হয়ে উঠেছেন? কেনইবা বাংলাদেশ সরকারের প্রতিরক্ষার প্রয়োজনে এত দুশ্চিন্তা?’ দেশের ১৬ কোটি মানুষকে এ প্রশ্নের জবাব দেওয়ার আহবান জানান তিনি।
একই আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আমাদের প্রতিরক্ষা সহযোগিতার জন্য ৫০০ কোটি ডলার খরচ করবে ভারত।স্বাধীন একটি দেশের নিরাপত্তা কেন ভারতের ওপরে নির্ভর করবে?’
সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘দয়া করে দেশের নিরাপত্তা অন্যের হাতে তুলে দেবেন না।’ ভারতের প্রতিরক্ষা স্বার্থকে প্রতিষ্ঠা করতে চাইলে সত্যিকারের স্বাধীনতা নষ্ট হবে মন্তব্য করেন তিনি।
আয়োজক সংগঠনের সভাপতি শামা ওবায়েদ ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, মুক্তিযোদ্ধা সাদেক খান, কৃষক দলের নেতা শাজাহান মিয়া সম্রাট প্রমুখ।