রাশিয়া থেকে আটটি বহুমাত্রিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ। এজন্য বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা ক্রয় মহাপরিদফতর সম্পতি তাদের ওয়েবসাইটে দরপত্র আহ্বান করে।
২০১৭-১৮ অর্থবছরের জন্য এসব যুদ্ধবিমান কেনার দরপত্রে বলা হয়, ২৮ ফেব্রুয়ারি থেকে ১২ এপ্রিল পর্যন্ত দরপত্র বিক্রি করা হবে। আর ১৩ এপ্রিল ওই দরপত্র উন্মুক্ত করা হবে।
রাশিয়ার সরকারি বার্তা সংস্থা স্পুতনিক খবর দিয়েছে, রাশিয়ার শীর্ষস্থানীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশন (ইউএসি) আধুনিক প্রযুক্তির এই আটটি যুদ্ধবিমান সরবরাহের কাজটি পেতে পারে।
আরএফ