মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


রোহিঙ্গা মুসলিম নিধনের প্রতিবাদ করলেন দালাইলামা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

dalai lama

আওয়ার ইসলাম : মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতনের ব্যাপারে সরব হয়েছেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাইলামা। সম্প্রতি মিয়ানমারের নেতা অং সান সুচির সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎকার করে রোহিঙ্গা মুসলিমদের উপর নির্যাতন বন্ধের দাবি জানিয়েছেন।

এ বৌদ্ধ নেতা সুচিকে তার প্রভাব কাজে লাগিয়ে শান্তিপূর্ণভাবে এ সমস্যার সমাধানের আহবান জানিয়েছেন।

নোবেল শান্তি পুরস্কারজয়ী দালাই লামা এ সংক্রান্ত একটি লিখিত আবেদন জানিয়েছেন। মিয়ানমার ইস্যুতে সোম ও মঙ্গলবার অনুষ্ঠেয় লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ে পারমানেন্ট পিপলস ট্রাইব্যুনালের প্রথম শুনানিতে ওই লিখিত আবেদন পড়া হবে।

দালাইলামা লিখেছেন, ‘বিশ্বের প্রত্যেক ধর্মই শান্তি ও সহানুভূতির বার্তা বহন করে। তাই যখন আমরা ধর্মের নামে অন্য কোনো ধর্মাবলম্বীদের ওপর নিপীড়নের খবর পাই তখন মর্মাহত হই। বিশেষ করে মিয়ানমারের মুসলিম সম্প্রদায়ের ওপর সম্প্রতি এ ধরনের ঘটনা ঘটছে।’

সূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট

-এআরকে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ