মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


প্রধানমন্ত্রীর ভারত সফর, আলোচনায় থাকতে পারে তিস্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Tista baregeআওয়ার ইসলাম : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে তিস্তা পানি চুক্তিরে ব্যাপারে গুরুত্ব দিয়ে আলোচনা হতে পারে এবং বিষয়টি নিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আলোচনা চলছে।
পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) এর এক অনুষ্ঠান ‘মিট দ্য রিপোর্টার্সে’ এ কথা বলেন।
 মন্ত্রী আরও বলেন, ‘তিস্তা চুক্তি সইয়ের ব্যাপারে ভারতের এখানকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং বাংলাদেশকে প্রতিশ্রুতি দিয়েছেন। আশা করি, সেটা থেকে তাঁরা বিচ্যুত হবেন না।’
 ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের সময় তিস্তা চুক্তির ব্যাপারে অগ্রগতি হবে কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘তিস্তা নিয়ে দুই দেশের মধ্যে কথা হচ্ছে। শেষ পর্যন্ত আসলে কী ঘটতে যাচ্ছে, তা এখনই বলা যাচ্ছে না।’
-এআরকে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ