মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৯ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬


নোয়াখালীতে আ’লীগ সভাপতিকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

guli2নোয়াখালী সদর উপজেলায় আন্ডারচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেনকে গুলি করে হত্যা করা হয়েছে।

সুধারাম থানার ওসি মো. আনায়ার হোসেন জানান, আন্ডারচর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় শনিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আবুল হোসেন বাংলাবাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে সন্ত্রাসীরা তাকে গুলি করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব‌্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের ব্রাদার মো. সেলিম মিডিয়াকে বলেন, আবুল হোসেনের বুকে ও পেটে দুটি গুলির ক্ষত ছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত‌্যু হয়েছে।

তবে কারা কেন এ হত‌্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে কোনো তথ‌্য দিতে পারেনি পুলিশ।

এআর


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ