মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


বাঘের চামড়া শেয়ালকে পরালেও সে শেয়ালই থাকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

shahjahanশেয়ালের গায়ে বাঘের চামড়া পরানো হলেও সে শেয়ালই থাকে বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেছেন, তিনি মন্ত্রী হন আর যাই হন, শ্রমজীবী-পেশাজীবী সংগঠন, নিম্ন আয়ের মানুষদের পক্ষে কথা বলতে পারেন।

আজ শনিবার দুপুরে খুলনা হাদিস পার্কে গ্রামপুলিশের বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নৌমন্ত্রী।

শাজাহান খান বলেন, ‘বাঘের চামড়া শেয়ালের গায়ে পরিয়ে দিলে কি শেয়াল বাঘ হবে? সেই শেয়াল শেয়ালই থাকবে। আমি মন্ত্রী হই আর যাই হই, শ্রমজীবী-পেশাজীবী সংগঠন, নিম্ন আয়ের মানুষ যারা তাদের পক্ষে কথা বলতে পারি, মন্ত্রী না হয়েও কথা বলতে পারি। আর মন্ত্রী যখন ছিলাম না তখন আন্দোলন করেছি, এখন আমি শ্রমজীবী মানুষের জন্য আমার মাননীয় প্রধানমন্ত্রী বা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যাঁরা মন্ত্রী থাকেন, তাঁদের সঙ্গে কাজ করি, কথা বলি।’

ঢাকায় তাঁর বাসায় পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের বৈঠকে পরিবহন ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কি না সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি জবাব দেননি নৌমন্ত্রী। তিনি বলেন, ‘আমি শ্রমিক নেতা। আজকে শুধু নয়, যখন এমপি ছিলাম তখনো আমার বাড়িতে মিটিং হয়েছে। এই যে গার্মেন্টস শ্রমিকদের কথা বললাম, শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের কথা বললাম, এই যে জ্বালাও-পোড়াওয়ের বিরুদ্ধে যত আন্দোলন সেই সব মিটিং কিন্তু মূলত আমার বাড়িতে হয়েছে। এমনকি গার্মেন্টস সেক্টরে যে কিছু দিন আগে আশুলিয়ার ঘটনাটা ঘটল সেই মিটিংটাও কিন্তু আমার বাড়িতে চারজন মন্ত্রীর উপস্থিতিতে হয়েছে।’

এআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ